ইসরায়েলের কাছে নতুনভাবে ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

0
12
ইসরায়েলের কাছে নতুনভাবে অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দফতর স্থানীয় সময় সোমবার (৩০ জুন) ঘোষণা করেছে যে দেশটি ইসরায়েলকে ৫১০ মিলিয়ন ডলারের গাইডেড মিউনিশন কিট এবং সংশ্লিষ্ট সহায়তা প্রদানের অনুমোদন দিয়েছে।

প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, এই সম্ভাব্য বিক্রির মধ্যে রয়েছে:

১. ৩ হাজার ৮শ’ ৪৫টি কেএমইউ- ৫৫৮বি/বি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন (জেডিএএম) গাইডেন্স কিট।

২. ৩ হাজার ২শ’ ৮০টি কেএমইউ- ৫৭২ এফ/বি জেডিএএম কিট ও সংশ্লিষ্ট প্রকৌশল, লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা

ডিএসসিএ বলেছে, ‘এই প্রস্তাবিত বিক্রি ইসরায়েলের সীমান্ত, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জনবসতি রক্ষার সক্ষমতা বাড়িয়ে বর্তমান ও ভবিষ্যত হুমকি মোকাবেলায় সাহায্য করবে।’

এই ঘোষণা আসে এমন সময়ে যখন ইসরায়েল গাজা উপত্যকায় নির্মম সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫৬,৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

সোমবার (৩০ জুন) একদিনেই ইসরায়েলি বিমান হামলা ও আর্টিলারি গাজার বিভিন্ন স্থান, বিশেষত বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয়স্থলগুলোতে আঘাত হানায় অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত এবং বহু আহত হয়েছে।

গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ার পরও ইসরায়েলকে চলমান সামরিক সহায়তা দেয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

গত নভেম্বরে, আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া, গাজায় ইসরায়েলের অভিযানকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)-তেও একটি মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: আনাদুলু এজেন্সি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.