ইসরায়েলি হামলায় এবার প্রাণ হারালেন হামাসের মুখপাত্র

0
10
প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী
কদিন আগেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভূখণ্ডটির প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এবার দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া।
 
বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় এ হামলা চালানো হয়। তাতে আল-কানৌয়ার পাশাপাশি আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। খবর আল জাজিরার।
 
সংবাদমাধ্যমটি বলছে, জাবালিয়ার আল-বালাদে নিজের তাঁবুতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আবদেল-লতিফ আল-কানৌয়া।
 
কুদস নিউজ নেটওয়ার্কও হামাসের এই মুখপাত্রের হত্যাকাণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তারা মাটিতে আবৃত অবস্থায় আল-কানৌয়ার মরদেহের একটি ছবিও প্রকাশ করেছে।
 
পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে হামাস-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া নিহত হয়েছেন। ইসরায়েল গাজায় তাদের অভিযান পুনরায় শুরু করার পর থেকে হামাসের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাই প্রাণ হারিয়েছেন।
 
হামাস-পরিচালিত আল-আকসা টেলিভিশন জানিয়েছে, জাবালিয়ায় আল-কানৌয়ার তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি নিহত হন। একই হামলায় আরও বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে গাজা সিটিতে পৃথক হামলায় কমপক্ষে ছয়জন এবং দক্ষিণ গাজার খান ইউনিসে একজন নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র জানিয়েছে।
 
চলতি সপ্তাহের শুরুতেই হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইসমাইল বারহুম এবং আরেক জ্যেষ্ঠ নেতা সালাহ আল-বারহুমকে হত্যা করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ)। বারহুম এবং আল-বারহুম উভয়ই ২০ সদস্যের হামাসের সিদ্ধান্ত গ্রহণকারী শীর্ষ সংস্থা ‘রাজনৈতিক কার্যালয়ের’ সদস্য ছিলেন।
 
হামাসের তথ্য অনুসারে, ২০২৩ সালের শেষের দিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে তাদের ১১ জন উর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন।
 
উল্লেখ্য, দীর্ঘ সাড়ে ১৫ মাস গাজায় ইসরায়েলি আগ্রাসন চলার পর গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষে হামাসের সঙ্গে মতানৈক্যের অজুহাতে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরে নারাজি জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর গত ১৮ মার্চ গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ওইদিন থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮৩০ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১৮০০ জন আহত হয়েছেন গাজায়।
 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.