ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরী হয়ে উঠেছে গাজা উপত্যকা। শনিবার (১৯ জুলাই) ফিলিস্তিনের স্থানীয় সময় ভোর থেকে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪১ জন।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, দু’ মুঠো খাবারের আশায় ত্রাণ সংগ্রহ করতে আসা মানুষের ওপর হয়েছে গুলিবর্ষণ। এতে মারা যায় অন্তত ১০ জন।
বাস্তুচ্যুতদের আশ্রয় দেয়া একটি বাড়ি ও স্কুল টার্গেট করে হয় বিমান হামলা। এতে শিশুসহ প্রাণ হারান ৩ জন।
পশ্চিম তীরের জেনিনে ১৩ বছরের এক কিশোরকে গুলি করে হত্যা করে আইডিএফ। এছাড়া পশ্চিম তীরে ফিলিস্তিনিদের গৃহপালিত পশুর ওপর হামলা চালায় দখলদার ইসরায়েলিরা। হত্যা করে একশর বেশি ভেড়া। এছাড়া, গাজার দেইর আল বালায় খাদ্যের অভাবে মৃত্যু হয়েছে ১ বছর বয়সী এক শিশুর।