চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ইসকনের ব্যানারে ও আওয়ামী লীগের গুন্ডারা হত্যা করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর সিআরবিতে এক গণসংলাপে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পায়তারায় লিপ্ত হয়েছে। তাই সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জোনায়েদ সাকি।
ফ্যাসিস্টের দোসরারা এখন সক্রিয় উল্লেখ করে সাকি বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে তোলা হলে সেখানে দেশীয় অস্ত্র নিয়ে কীভাবে আদালত পাড়ায় হামলা করে, এমন প্রশ্ন তোলেন তিনি। সংবিধান সংস্কার ও বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ না করে স্বচ্ছতা আনার কথা বলেন তিনি।
আগামী দিনে প্রধানমন্ত্রী দুই বারের বেশি থাকতে পারবে না বলে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতাসীনদেরকে জবাবদিহিতায় আওতায় আনতে হবে। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংলাপ শিরোনামে এ আয়োজন করে সংগঠনটির চট্টগ্রাম জেলা শাখা।