ইরানের এক রাতের হামলায় আহত ২৭১ জন হাসপাতালে: ইসরায়েল

0
57
ইসরায়েলের সরোকা মেডিকেল সেন্টারে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরান বলেছে, তার লক্ষ্য ছিল পাশের সামরিক স্থাপনা। ইসরায়েল, ১৯ জুন ২০২৫ছবি: রয়টার্স

ইরানের গত রাতের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত কমপক্ষে ২৭১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ কথা জানিয়েছে। গতকাল রাতভর ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ১৬ জনের মাঝারি ধরনের জখম হয়েছে আর ২৪ জনকে ভর্তি করা হয়েছে মানসিক চাপে ভোগার কারণে। বাকি ব্যক্তিরা হালকা আঘাত পেয়েছে। কারও কারও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইসরায়েলের সরোকা হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে ৭১ জন সামান্য আহত হয়েছেন, বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরান দাবি করেছে, তারা ওই হাসপাতালের কাছে থাকা একটি ইসরায়েলি গোয়েন্দা ও কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হাসপাতাল তাদের লক্ষ্য ছিল না।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ইরানে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২ হাজার ৩০০-এর বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে বেশির ভাগই ইতিমধ্যে ছাড়া পেয়েছেন।

২০: ০৫

ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, সেটা শনাক্ত করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করতে কাজ করছে।

একইসঙ্গে ইসরায়েলি বাহিনী জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে এবং নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.