
ইমরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত ‘হক’ ছবি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সম্প্রতি। সুপর্ণ এস ভর্মা পরিচালিত ছবিটি ২০২৫ সালের ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিতে ইমরান ও ইয়ামির পাশাপাশি নজর কেড়েছেন নতুন মুখ বার্তিকা সিং। ইন্ডিয়াডটকম অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত—























