ইডটকোর নতুন কান্ট্রি এমডি সুনীল আইজ্যাক

0
185
সুনীল আইজ্যাক

টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো প্রতিষ্ঠানটির নতুন কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) হিসেবে সুনীল আইজ্যাকের নাম ঘোষণা করেছে। টেলিযোগাযোগ খাতে ২৭ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন সুনীল ইডটকো বাংলাদেশে ইউটকোর টেলিযোগাযোগ খাতের বিস্তৃতিতে নেতৃত্ব দেবেন।  বিশেষ করে যোগাযোগের বাইরে থাকা অঞ্চলগুলোকে নেটওয়ার্কের আওতায় আনতে আরও বেশি টাওয়ার নির্মাণে ভূমিকা পালনের পাশাপাশি ডিজিটাল রূপান্তরে অবদান রাখবেন। গতকাল ইডটকো বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইডটকোর গ্রুপ সিইও আদলান তাজুদিন বলেন, ‘বাংলাদেশ একটি অগ্রাধিকারমূলক বাজার হিসেবে ইডটকোর কাছে বিবেচিত এবং এক দশকেরও বেশি সময় ধরে এ দেশের ডিজিটাল রূপান্তরের অংশীদার হিসেবে থাকতে পেরে আমরা গর্বিত। টেলিযোগাযোগ খাতের অন্য সহযোগীদের সঙ্গে নিয়ে যথাযথ নেটওয়ার্ক সংযোগ সেবাকে ত্বরান্বিত করতে এবং দেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা বিনির্মাণে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।’

সুনীল আইজ্যাক বলেন, ‘ইডটকো বাংলাদেশের বিকাশমান এই যাত্রার রোমাঞ্চকর সময়ে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমার লক্ষ্য হবে, আমাদের টাওয়ার অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে নেটওয়ার্ক  পৌঁছে দিতে সহায়তা করা।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.