ইউরোভিশনে ইসরায়েলি প্রতিযোগীকে নিয়ে উত্তেজনা

0
98
ইউরোভিশনে অংশ নিয়েছেন ইসরায়েলি প্রতিযোগী ইডেন গোলান, ছবি: এএফপি

কয়েক ঘণ্টা পরই সুইডেনের বন্দরনগরী মালোমোতে ইউরোপের সংগীত প্রতিযোগিতা ইউরোভিশনের গ্র্যান্ড ফিনালের পর্দা উঠছে।
শনিবার মালমো অ্যারেনায় এই প্রতিযোগিতার ৬৮তম আসর বসছে। এই আসরের গ্র্যান্ড ফিনালেতে সুইডেন, ফ্রান্সসহ ইউরোপের ২৫ দেশের প্রতিযোগীর সঙ্গে ইসরায়েলি প্রতিযোগী ইডেন গোলানও রয়েছেন।

ইউরোভিশনে ইসরায়েলকে সুযোগ দেওয়ায় সপ্তাহখানেক ধরে মালমোতে উত্তেজনা চলছে। পুলিশের বরাতে সিবিসি নিউজ জানিয়েছে, গ্র্যান্ড ফিনালের দিন ২০ হাজারের বেশি ফিলিস্তিনপন্থী মালমো অ্যারেনার সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছেন।

ইডেন গোলান
ইডেন গোলান, ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ইউরোপের এক ডজনের বেশি দেশে বিক্ষোভ চলছে। এর মধ্যে ইউরোভিশনে ইসরায়েলি প্রতিযোগীকে নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। বিক্ষোভের শঙ্কায় মালমো শহরে নিরাপত্তা আরও জোরদার করেছে মালমো পুলিশ।
এর আগে সেমিফাইনালে ইডেন গোলানের পরিবেশনার সময়ও বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রতিযোগীকে বাদ দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধবিরতির দাবি তুলেছেন।

এর আগে ইউরোভিশন থেকে ২০২১ সালে বেলারুশকে বাদ দেওয়া হয়েছিল। দেশটির সরকারের বিরুদ্ধে ভিন্ন মতাবলম্বীদের ওপর দমনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছিল ইউরোভিশন। ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়াকেও ইউরোভিশন থেকে বহিষ্কার করা হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.