৫ সিটি নির্বাচনে জাপার প্রার্থী ঘোষণা

0
84
জাপা চেয়ারম্যান জি এম কাদের।

পাঁচ সিটি করপোরেশনের আসন্ন  নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে সংস‌দের বি‌রোধী দল জাতীয় পার্টি (জাপা)। আজ বৃহস্পতিবার বনানী কার্যালয়ে তা‌দের নাম ঘোষণা ক‌রেন  জাপা চেয়ারম্যান জি এম কাদের।

গাজীপুরে মেয়র প‌দে লাঙলের প্রার্থী হ‌য়ে‌ছেন সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন, রাজশাহীতে সাইফুল ইসলাম স্বপন, খুলনায় শফিকুল ইসলাম মধু, বরিশা‌লে ইকবাল হোসেন তাপস ও সিলেটে নজরুল ইসলাম বাবু।

জি এম কাদের বলেছেন, নির্বাচনের পরিবেশ নিয়ে আশাবাদী হতে চাই। আশা করছি, সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে। জাপার প্রার্থীরা বিজয়ী হতে নির্বাচন কর‌বেন। ত‌বে নির্বাচনের প্রতি আস্থা দেশের মানুষ হারিয়ে ফেলেছে। ভোটে আস্থা ফেরাতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।

‘সি‌টি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নি‌য়ে‌ছে বিএন‌পি, ভোট সুষ্ঠু না হ‌লে কী কর‌বে জাপা’ প্রশ্নে জি এম কা‌দের ব‌লে‌ছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। পরবর্তী নির্বাচনের ব্যাপারে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

সরকা‌রের বিরুদ্ধে যে‌তে পার‌বে জাপা, এমন প্রশ্নে তিনি পাল্টা প্রশ্ন ক‌রে ব‌লেন, আমরা কোন দলের দালালি করছি? আগামী সংসদ নির্বাচন পর্যন্ত সব ভো‌টে অংশ নে‌বে জাপা। লাঙলের প্রার্থীরা জয়ী হতে শেষ পর্যন্ত সংগ্রাম করবেন।

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের প্রশ্নের বলেন, সরকারের সঙ্গে আমাদের কোনো প্রেম নেই। রংপুরে জাপা বিপুল ভোটে বিজয়ী হয়েছে, আওয়ামী লীগ জামানত হারিয়েছে। স্থানীয় সরকারের আরও অনেক নির্বাচনে জাপা জয়ী হয়েছে। তবে, বেশিরভাগ নির্বাচনেই সরকারি দলের সমর্থকরা আমাদের প্রার্থীদের বিজয় ছিনিয়ে নিয়েছে।

এর আগে বিভাগীয় ক‌মিটির নেতা‌দের স‌ঙ্গে বৈঠক ক‌রেন জাপা চেয়ারম‌্যান। এতে অংশ নেন দল‌টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপিসহ জ্যেষ্ঠ নেতারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.