ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে এই পাঁচ নাটক

0
240

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ঢাকাই ছবি আর ওটিটিতে দেশীয় সিরিজের বাইরে ইউটিউবে বাংলা নাটক দেখছেন দর্শক। দুই দিনেই কোনো কোনো নাটকের ভিউ প্রায় অর্ধকোটি ছুঁয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল এই পাঁচ নাটক।

‘কিডনি’ পরিচালনা করেছেন
 কাজল আরেফিন অমি
‘কিডনি’ পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি

কিডনি
পরিচালনা: কাজল আরেফিন অমি। অভিনয়: জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, চাষী আলম, সুমন পাটওয়ারী, শিমুল শর্মা।
অমির কাজ বরাবরই সাধারণ দর্শকের পছন্দ। গত ঈদেও সাড়া ফেলেছিল তাঁর ‘বিদেশ’। এবার ‘কিডনি’ নিয়ে হাজির হয়েছেন তিনি। গত শুক্রবার রাতে ক্লাব ১১ এন্টারটেইনমেন্ট চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটি এখন ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে আছে। এর মধ্যে নাটকটি দেখেছেন প্রায় ৪২ লাখ দর্শক। অর্থের লোভে ফেলে গ্রামের সহজ–সরল মানুষকে ফাঁদে ফেলা প্রতারক চক্র নিয়ে নাটকটির গল্প। মজার ছলে গল্প বলে দর্শকের কাছে বার্তা দিতে চেয়েছেন পরিচালক। গল্প প্রশংসিত হলেও নাটকটির সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তি তুলেছেন অনেক দর্শক।

পুনর্জন্ম অন্তিম পর্ব
পরিচালনা: ভিকি জাহেদ। অভিনয়: আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, খায়রুল বাসার, কাজী নওশাবা আহমেদ, আবদুল্লাহ আল সেন্টু।

‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ –এর পোস্টার
‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ –এর পোস্টার

শহরের বিখ্যাত শেফ রাফসান হক। রান্না করলে কবজি ডুবিয়ে খেতে হবে। কেননা তার রান্নার স্বাদই আলাদা। ‘পুনর্জন্ম’ ফ্র্যাঞ্চাইজির এই চরিত্রটিতে অভিনয় করে বেশ সাড়া ফেলেছিলেন আফরান নিশো। এই ঈদে চ্যানেল আই প্রাইমে মুক্তি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’। নাটকটি এখন ইউটিউব ট্রেন্ডিংয়ের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এখন পর্যন্ত ৪৩ লাখ দর্শক এই নাটকটি দেখেছেন। শুধু দেশেই নয়, দেশের বাইরের অন্য ভাষাভাষী দর্শকও নাটকটি উপভোগ করছেন। পাকিস্তানি এক দর্শক এই নাটক দেখে মন্তব্য বক্সে মন্তব্যও করেছেন। অনেক দর্শক আবার মন্তব্য করেছেন, নাটকটি প্রথম দুই কিস্তির মতো জমেনি।

জায়গায় খায়, জায়গায় ব্রেক
পরিচালনা: জাকিউল ইসলাম রিপন। অভিনয়: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।
শিরোনাম দেখে অনেকেই মনে করবে নাটকটি পুরোপুরি কমেডি। কিন্তু শুরুতে নাটকটি যেমন দর্শক হাসিয়েছে, শেষে তেমনি কাঁদিয়েছে।

‘জায়গায় খায়, জায়গায় ব্রেক’ নাটকের পোস্টার
‘জায়গায় খায়, জায়গায় ব্রেক’ নাটকের পোস্টার

সাইফুল নামের এক দর্শক লিখেছেন, ‘এই নাটকের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুটে  উঠেছে। নাটক দেখে চোখে পানি চলে আসল।’ চ্যানেল মাই সাউন্ডে মুক্তি পাওয়া নাটকটি ট্রেন্ডিংয়ের তৃতীয় স্থানে চলে এসেছে—এখন পর্যন্ত দেখেছেন ২৫ লাখের বেশি দর্শক। নাটকটির গল্পের জন্য প্রশংসিত হচ্ছেন পরিচালক। কমেডি ও আবেগময় দৃশ্যগুলোতে মোশাররফ করিমের অভিনয় ভালো লেগেছে, মন্তব্য করেছেন অনেক দর্শক। তবে সবাইকে অবাক করেছে তানিয়া বৃষ্টির অভিনয়। অনেক দর্শক এ নাটকে তাঁর অভিনয়কে ঈদনাটকের অন্যতম সেরা বলে মন্তব্য করেছেন।

‘কঞ্জুস ২’ নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ও মুশফিক আর ফারহান
‘কঞ্জুস ২’ নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ও মুশফিক আর ফারহান

কঞ্জুস ২
পরিচালনা: মহিদুল মহিম। অভিনয়: মুশফিক আর ফারহান, তানজিন তিশা।
বছরের শুরুতে মুক্তি পাওয়ার পর ব্যাপক সাড়া ফেলে ‘কঞ্জুস’—মাত্র ছয় দিনেই অর্জন করে কোটি ভিউ। এখন পর্যন্ত নাটকটি দেখেছেন প্রায় আড়াই কোটি দর্শক। নাটকে কৃপণ চরিত্রে মুশফিক আর ফারহান ও স্ত্রীর চরিত্রে তানজিন তিশা প্রশংসিত হন। ঈদের এসেছে নাটকটির সিকুয়েল। ইউটিউব ট্রেন্ডিংয়ের চতুর্থ স্থানে থাকা ‘কঞ্জুস ২’ দুই দিন না পেরোতেই ৩৩ লাখ দর্শক দেখেছেন। ফাহিম ফয়সাল নামের এক দর্শক লিখেছেন, ‘নাটকের প্রথম থেকে প্রায় শেষ পর্যন্ত খুবই আনন্দদায়ক ছিল। কিন্তু শেষটা এ রকম বেদনাদায়ক হবে ভাবতে পারিনি।’

জামাই শ্বশুরের কোরবানি
পরিচালনা: মুহিন খান। অভিনয়: নিলয় আলমগীর, জান্নাতুল হিমি, ফখরুল মাসুম, শফিক খান প্রমুখ।

‘জামাই শ্বশুরের কোরবানি’ নাটকের পোস্টার
‘জামাই শ্বশুরের কোরবানি’ নাটকের পোস্টার

নাটকটি মুক্তি পেয়েছিল ঈদের আগের দিন। মাঝে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠলেও এখন পাঁচে আছে। নাটকটি দেখেছেন প্রায় ৫৮ লাখ দর্শক। ঈদে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর্শক দেখা নাটক এটি। কোরবানিতে জামাই-শ্বশুরের মজার কাণ্ডকারখানা ঘিরেই আবর্তিত হয়েছে নাটকের গল্প। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত নাটকটির ঘটনাগুলোর সঙ্গে অনেক দর্শক নিজেদের জীবনের মিল খুঁজে পেয়েছেন। কয়েক বছর ধরেই ছোট পর্দায় নিলয়ের কাজ পছন্দ করছেন দর্শক। ছোট পর্দায় তিনি যে কতটা জনপ্রিয়, এবার ঈদে সেটা আবারও প্রমাণ করলেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.