ইউক্রেন যুদ্ধে সামান্য শক্তি প্রয়োগ করছে রাশিয়া: যুক্তরাজ্য

0
206
ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে রুশপন্থী এক বিচ্ছিন্নতাবাদী, ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনে ৯ মাস ধরে চলা যুদ্ধে রাশিয়া শক্তভাবে প্রতিরক্ষামূলক অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতা প্রমাণ করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। অপর দিকে হামলা চালানোর ক্ষেত্রে রাশিয়া সামান্য শক্তি প্রয়োগ করছে বলে জানিয়েছে দেশটি।

আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এসব তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাজ্যের হালনাগাদ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক্সে ওই পোস্ট করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত সপ্তাহে ইউক্রেনের ওরিখিভ ও বাখমুতে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে সম্মিলিত প্রচেষ্টা চালিয়েছে রুশ বাহিনী। দুই এলাকায়ই রাশিয়ার হামলা প্রতিহত করেছে ইউক্রেন এবং সদ্য মুক্ত করা এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ৯ মাসের যুদ্ধে ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনী প্রতিরক্ষামূলক অভিযানের ক্ষেত্রে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। যদিও এ সময় ইউক্রেনের ওপর হামলা চালানোর ক্ষেত্রে সামান্য শক্তি খাটিয়েছে রাশিয়া।

কৃষ্ণসাগরে রুশ কমান্ডারকে হত্যার দাবি
গত সপ্তাহে কৃষ্ণসাগরসংলগ্ন ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার নৌবাহিনীর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইউক্রেন। ওই হামলায় রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের প্রধান নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ।

ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সেস জানিয়েছে, ওই হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন কৃষ্ণসাগর বহরের কমান্ডার অ্যাডমিরাল ভিক্তর সোকোলভ। আরও ১৫০ সেনা আহত হয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.