ইউক্রেনে লেপার্ড ট্যাঙ্ক পাঠাল পোল্যান্ড

0
269
লেপার্ড ট্যাঙ্ক

কথা রাখল মিত্র দেশ পোল্যান্ড। প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম দেশ হিসেবে ইউক্রেনে লেপার্ড ট্যাঙ্ক পাঠাল পোল্যান্ড। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ট্যাঙ্ক পাঠানোর কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তি উপলক্ষে কিয়েভ সফরে যান পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। এ সময় ইউক্রেনে প্রথম দেশ হিসেবে লেপার্ড ট্যাঙ্ক সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হয়।

ওয়ারশতে জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পোলান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, ‘প্রধানমন্ত্রী এখানে থাকতে পারেননি। তিনি লেপার্ড ট্যাঙ্কগুলো সরবরাহ করতে কিয়েভে গিয়েছেন।’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পোল্যান্ড কিয়েভের অন্যতম মিত্র দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এমন কি ওয়ারশ বারবার ন্যাটো এবং ইইউ মিত্রদের যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে সামরিক সহায়তা বাড়ানোর জন্য অনুরোধ করে আসছিল।

উল্লেখ্য, গত জানুয়ারিতে জার্মানির তৈরি ১৪টি লেপার্ড-২ ট্যাংক ও অতিরিক্ত ৬০টি ট্যাংক পাঠানোর ঘোষণা দেয় পোল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি কানাডিয়ান এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সে সময় এ তথ্য জানান।

সাক্ষাৎকারে পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনকে ৬০টি অত্যাধুনিক ট্যাংক পাঠাতে প্রস্তুত পোল্যান্ড। এর মধ্যে ৩০টি পিটি-৯১ মডেলের।

ইউক্রেনে রাশিয়া আগ্রাসনের পর থেকে দেশটিতে ২৫০টির বেশি ট্যাংক পাঠিয়েছে বলে ওই সাক্ষাৎকারে দাবি করেন পোল্যান্ড প্রধানমন্ত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.