ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছে।
আজ শনিবার সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় শুধুমাত্র ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর উমানেই চার শিশুসহ ২৩ জন নিহত হয়।
উমানের আবাসিক এলাকাটিতে প্রায় ৮০ হাজার মানুষের বসবাস। উমান শহরে আবাসিক ভবনে হামলা হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে ক্রেন দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ডিনিপ্রো শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ঘুমন্ত অবস্থায় এক মা ও তাঁর দুই বছর বয়সী শিশুকন্যা নিহত হয়েছে।
এ ছাড়া খেরসনের দক্ষিণাঞ্চলে বিলোজারকা গ্রামে শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এক নারী নিহত হন বলে জানায় সেখানকার কর্তৃপক্ষ।
রুশ রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএর খবরে বলা হয়, শুক্রবারের হামলায় রাশিয়ার লক্ষ্য ছিল রিজার্ভ ইউনিটগুলো। রুশ বাহিনী এদিন নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে– এমন অস্ত্র ব্যবহার করেছে।
ভয়াবহ হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, উমানে অন্তত ১০টি আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এসব হামলা বলছে– রাশিয়ার বিরুদ্ধে আরও আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া দরকার।
এক টুইটে তিনি বলেন, রাশিয়াকে থামাতে বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা অবশ্যই বাড়ানো উচিত।