‘ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়ে ইউক্রেনের ৬ শতাধিক সৈন্য হত্যার দাবি করেছে রাশিয়া।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কে রোববার এই হামলা চালানো হয় বলে মস্কোর পক্ষ থেকে দাবি করা হলেও এর স্বপক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি তারা।
অন্যদিকে এই হামলা ও সৈন্য হত্যার দাবিকে রাশিয়ার ‘মিথ্যাচার’ বলে আখ্যায়িত করেছে ইউক্রেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ক্রামাতোরস্কে অস্থায়ী সেনা ব্যারাক হিসেবে ব্যবহৃত দুটি ভবনকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ছয়শ’র বেশি সেনা হত্যা করা হয়েছে। ওই ভবন দু’টিতে ১৩ শ’র বেশি সৈন্য ছিল। খবর বিবিসি ও এএফপির
মাকিভকায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৮৯ রুশ সৈন্য নিহতের বদলা হিসেবে এই হামলা চালানো হয় বলেও বিবৃতিতে দাবি করা হয়।
তবে এই হামলা বা ৬০০ সৈন্য হত্যার পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিকে নাকচ করে দিয়েছে কিয়েভ। পাশাপাশি রাশিয়ার এই দাবিকে ‘মিথ্যাচার’ বলেও উল্লেখ করেছে তারা।
ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র সার্হি চেরেভাতি বলেন, ‘এটি রাশিয়ার আরেকটি মিথ্যাচার।’