রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে ইউক্রেনের জন্য পুরোনো ৪৯টি ‘লেপার্ড-১’ ট্যাংক কিনেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর আগে এসব ট্যাংক বেলজিয়াম ব্যবহার করেছিল। খবর দ্য গার্ডিয়ানের
বেসরকারি ওআইপি ল্যান্ড সিস্টেমের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রেডি ভ্রাসলুয়েস দ্য গার্ডিয়ানকে জানান, তিনি ইউরোপীয় সরকারের কাছে ৪৯টি ট্যাংক বিক্রি করেছেন। কিছু গোপনীয়তার কারণে এর মূল্য ও বিস্তারিত জানানো হয়নি।
ট্যাংক বিক্রির সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে, এগুলো কিনে নিয়েছে জার্মানির একটি বড় অস্ত্র প্রতিষ্ঠান। পুরোনো ট্যাংকগুলো তারা ইউক্রেনে পাঠাবে।
এদিকে লেপার্ড-১ ট্যাংক বিক্রির বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।