ইউক্রেনকে গুচ্ছ বোমা দেওয়ার পক্ষে বাইডেনের সাফাই

0
162
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সিএনএন

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে সহায়তা করার জন্য ইউক্রেনকে ‘গুচ্ছ বোমা’ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গুচ্ছ বোমা দেওয়ার সিদ্ধান্তটা আমার দিক থেকে খুবই কঠিন ছিল। আমি মিত্রদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি। ইউক্রেনীয়দের অস্ত্র ফুরিয়ে আসছে, এটি তাদের জন্য দরকার।’

বাইডেন বলেছেন, ‘যুদ্ধটি যেহেতু অস্ত্রের আর তাদের অস্ত্র ফুরিয়ে আসছে। ফলে চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমি প্রতিরক্ষা বিভাগের প্রস্তাবে রাজি হয়েছি। তবে এটি স্থায়ীভাবে নয়, সাময়িক।’

সংবাদমাধ্যম সিএনএনে সাংবাদিক ফরিদ জাকারিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট বাইডেন। তবে বাইডেন জানিয়েছেন, ইউক্রেনকে আরও ১৫৫এমএম কামান সরবরাহ করার আগ পর্যন্ত ‘অন্তবর্তী সময়ের’ জন্য গুচ্ছ বোমাগুলো পাঠানো হচ্ছে।

শুক্রবার হোয়াইট হাউস গুচ্ছ বোমা পাঠানোর ঘোষণা দেয়। অথচ এর আগে এই অস্ত্র ইউক্রেন যুদ্ধে পাঠাতে চায়নি যুক্তরাষ্ট্র। ভয়ংকর এই মারণাস্ত্রটি ইউক্রেনকে সরবরাহ করার ক্ষেত্রে এত দিন দ্বিধাগ্রস্ত ছিলেন মার্কিন কর্মকর্তারা। কারণ, বিস্তৃত এলাকাজুড়ে বিস্ফোরণের ফলে এটি বেসামরিক নাগরিকদের জন্যও হুমকি হিসেবে দেখা দেয়।

পৃথিবীর শতাধিক দেশ এই অস্ত্র ব্যবহার নিষিদ্ধের চুক্তিতে আবদ্ধ রয়েছে। তবে বাইডেন বলেছেন, ‘আমরা চুক্তিবদ্ধ নই যেহেতু। আর এই অস্ত্র পাঠানোতে সম্মতি পেতে আমাকে সময় দিতে হয়েছে। তবে মূল বিষয় হচ্ছে, রুশদের আক্রমণ ঠেকাতে ইউক্রেনীয়দের এটি প্রয়োজন।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.