ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার গুলশানে ইইউ রাষ্ট্রদূতের কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকের বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে এখন যা চলছে, তার ওপর আলোচনা হয়েছে। সেখানে রাজনীতিও আছে, নির্বাচনও আছে।’
বিএনপি সূত্র জানায়, বেলা সাড়ে তিনটা থেকে প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাঁর বাসভবনে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।