ভারতের বিপক্ষে আলো ছড়িয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। ব্যক্তিগত পারফরম্যান্সে মুগ্ধতা ছড়ালেও শেষ পর্যন্ত সুযোগ হাতছাড়া করে জয় না পাওয়ায় আক্ষেপ সঙ্গী হয়েছিল হামজার। তবে ইংল্যান্ডে ফিরেই সেই আক্ষেপ ভুলেছেন এই মিডফিল্ডার।
ইএফএল চ্যাম্পিয়নশিপের ম্যাচে কভেন্ট্রির বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে হামজার দল শেফিল্ড ইউনাইটেড। ইংলিশ কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল কভেন্ট্রিকে হামজারা হারিয়েছেন ৩-১ গোলে।
এ ম্যাচ জিতে লিডস ইউনাইটেডকে পেছনে ফেলে শীর্ষেও উঠে এসেছে শেফিল্ড। এ ম্যাচেও যথারীতি দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছেন হামজা। ম্যাচের শেষ দিকে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় তাঁকে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানিয়েছেন শেফিল্ডের সমর্থকেরা।
ঘরের মাঠ ব্রামাল লেনে শুরু থেকেই উজ্জ্বল ছিল শেফিল্ড। মাত্র ১৯ মিনিটে গাস হ্যামারের দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে এগিয়ে যায় তারা। এরপর ৩০ মিনিটে দলটির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন টাইরেসে ক্যাম্পবেল।
এই গোলে আক্রমণের শুরুতে ভূমিকা ছিল হামজার। বিরতির পর ৬২ মিনিটে ব্যবধান ৩-০ করেন রিয়ান ব্রেওয়েস্টার। যোগ করা সময়ে কভেন্ট্রির হয়ে জ্যাক রুদোনি একটি গোল শোধ করলেও সেটি ছিল শুধুই সান্ত্বনা। এ জয়ে শীর্ষে ওঠা শেফিল্ডের পয়েন্ট এখন ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট।

শেফিল্ডের মৌসুমের অন্যতম সেরা পারফর্ম করা ম্যাচে বাংলাদেশি তারকা হামজা ছিলেন দুর্দান্ত। শেফিল্ডের মিডফিল্ড দখলে রাখতে দারুণ ভূমিকা ছিল তাঁর। আক্রমণভাগ ও রক্ষণের সঙ্গে সংযোগ তৈরির ক্ষেত্রেও হামজা ছিলেন অনন্য। ভাগ্য ভালো হলে ম্যাচে গোলও পেয়ে যেতে পারতেন হামজা। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শট অল্পের জন্য গোল হয়নি।
তবে গোল না পেলেও এ ম্যাচে হামজার পারফরম্যান্স ছিল মুগ্ধতা জাগানোর মতোই। ম্যাচে ৪৮ বার বল স্পর্শ করা হামজা ফাইনাল থার্ডে পাস দিয়েছেন ৩টি। তাঁর দেওয়া তিনটি লং বলের দুটিই ছিল নিখুঁত। দুটি ট্যাকল করে জিতেছেন দুবারই। ডুয়েলেও তিনটির মধ্যে দুটিতে জিতেছেন হামজা।
এ ছাড়া ম্যাচে দুর্দান্ত একটি ব্লকও করেছেন হামজা। সব মিলিয়ে পারফরম্যান্সের জন্য তাঁকে ৭.৫ রেটিং দিয়েছে ফুটবলভিত্তিক পোর্টাল ফুটমব। পরিসংখ্যানের হিসাব বাদ দিলেও মাঠে হামজা ছিলেন অনন্য।
হামজার দল শেফিল্ড পরের ম্যাচ খেলবে আগামী ৫ এপ্রিল শনিবার। সেদিন রাত আটটায় অক্সফোর্ড ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।