ইংরেজি নববর্ষে ঢাকা মহানগরীতে ফানুস উড়ানো ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

0
136
ফানুস উড়ানো ও আতশবাজি নিষিদ্ধ

ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে ফানুস উড়ানো ও আতশবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার বিকেলে ডিএমপির উপকমিশনার ডিসি ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত কয়েক বছর ধরেই ইংরেজি নববর্ষ উদযাপনের আনন্দ রাত না গড়াতেই পরিণত হচ্ছে বিষাদে। থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে ঘটেছে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা। ফানুস থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে দুই শতাধিক স্থানে আগুন ও আতশবাজির শব্দে হৃদরোগে আক্রান্ত শিশুর মৃত্যু পর্যন্ত ঘটে।

গত বছর মেট্রোরেলের বিদ্যুৎ সঞ্চালন লাইনও ক্ষতিগ্রস্ত হয়। এসব বিষয় মাথায় রেখে এবার কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানো কিংবা বিক্রির সময় হাতেনাতে ধরা পড়লেই ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ডিএমপি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.