সড়কে পোশাক শ্রমিকদের তাণ্ডব, পুলিশের পিকআপে আগুন

0
94
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুনে পুড়ছে পিকআপ ভ্যান

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আজও আন্দোলনে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা তাণ্ডব চালিয়েছে।

শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শ্রমিকরা সড়কে একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

বেতন বাড়ানোর দাবিতে টানা ৬ষ্ঠ দিনের মতো সোমবারও আন্দোলনে নামেন শ্রমিকরা। এ দিন সকাল ৯টা থেকে ভোগড়া বাইপাসের আশপাশের এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। তারা কয়েকটি কারখানায় ভাঙচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে এবং একদল শ্রমিক পুলিশের একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। পরে ঢাকা-ময়মনসিংহ রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারাফ বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সাধ্যমতো চেষ্টা করছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.