সিলেটে ইজতেমার আখেরি মোনাজাত শুক্রবার সকালে, দীর্ঘ বৈঠকে কাটল সংকট

0
160

সিলেটে বিএনপির গণসমাবেশ ও ইজতেমা নিয়ে সংকট কেটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর ইজতেমার আয়োজকরা সিদ্ধান্তে পৌঁছেছেন। আগামীকাল বৃহস্পতিবার ইজতেমা শুরু হয়ে পরশু শুক্রবার সন্ধ্যার পরিবর্তে আখেরি মোনাজাত হবে সকাল ১০টায়। দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল মাঠে ইজতেমার শনিবার সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ।

আনজুমানে হেফাজতে ইসলাম নেতাদের সঙ্গে আজ বুধবার বৈঠক হয় পুলিশ প্রশাসনের। বৈঠকে সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ করার সিদ্ধান্ত হয়।

আগামী শনিবার নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির গণসমাবেশ। সমাবেশের কাছাকাছি সময়ে ইজতেমা না করতে মঙ্গলবার রাতে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস জানান, অপ্রীতিকর ঘটনার শঙ্কা থেকে এ অনুরোধ জানানো হয়েছে। এ নিয়ে বুধবার সন্ধ্যায় আনজুমানে হেফাজত নেতাদের নিয়ে বৈঠকে বসেন পুলিশ কর্মকর্তারা। পুলিশ কমিশনার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পুলিশ কমিশনার নিশারুল আরিফ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, নগর আওয়ামী লীগ সভাপতি মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির আহমদ, আনজুমানে হেফাজতের সহকারী মহাসচিব হাফিজ মাহবুবুর রহমান, মাওলানা সাদ আমিন বর্নবী, হাজি কামাল, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মাওলানা সাদ আমিন বর্নবী বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে পেছানোর কথা বলা হয়েছিল। তারা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সকাল ১০টার মধ্যে ইজতেমা শেষ করার কথা দিয়েছেন।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.