রবির তথ্যমতে, জমা দেওয়া ধারণাগুলো থেকে প্রাথমিকভাবে প্রায় ৫০টি স্টার্টআপ নির্বাচন করা হবে। নির্বাচিত স্টার্টআপগুলোকে রবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও অন্যান্য বিনিয়োগকারীদের সামনে নিজেদের প্রস্তাবগুলোর কার্যকারিতা তুলে ধরতে হবে। সেরা ১৫ থেকে ২০টি স্টার্টআপ পাবে বিনিয়োগ।
উল্লেখ্য, রবির আর-ভেঞ্চারস নামের ডিজিটাল উদ্যোক্তা প্ল্যাটফর্মটি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদিত অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড প্ল্যাটফর্ম, যা আর-ভেঞ্চারস প্রাইভেট ইক্যুইটি ফান্ড হিসেবে গঠন করা হয়েছে। প্ল্যাটফর্মটির সহযোগী হিসেবে রয়েছে এসবিকে টেক ভেঞ্চারস।