আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪

0
193
ফ্রান্সের আল্পস পর্বত

ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে অন্তত ৪ জন নিহত ও ৯ জন আহত হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিনের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক টুইটে জেরাল্ড ডারমানিন জানান, আল্পসের মন্ট ব্ল্যাঙ্কের একটি হিমবাহে রোববার দুপুরে এই তুষারধসের ঘটনা ঘটে।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, তুষারধসের কবলে ধরা পড়া চারজন পাহাড়ে স্কি করছিলেন এবং এখনও তাদের পরিচয় জানা যায়নি।

দুপুরের দিকে ভূপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৩ হাজার মিটার (সাড়ে ১১ হাজার ফুট) উচ্চতায় আরমানসেট হিমবাহে তুষারপাতের ঘটনাটি ঘটে। হিমবাহটি চ্যামোনিক্সের প্রায় ৩০ কিলোমিটার (প্রায় ২০ মাইল) দক্ষিণ-পশ্চিমে হউত-স্যাভোইয়ে অঞ্চলে অবস্থিত।

চ্যামোনিক্স মন্ট ব্ল্যাঙ্কের কেন্দ্রে অবস্থিত একটি ছোট শহর, যা অবকাশ যাপনের জন্য অন্যতম আকর্ষণীয় একটি স্থান।

হউত-স্যাভোইয়ের স্থানীয় কর্তৃপক্ষের মুখপাত্র ইমানুয়েল কোকান্ড জানান, তুষারপাতের মাত্রা ছিল ব্যাপক।

এদিকে  তুষারধসে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানান, তুষারধসের ঘটনায় কেউ নিখোঁজ আছে কিনা তা খুঁজে বের করতে ‍উদ্ধারকারী দল কাজ করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.