যুক্তরাজ্যের লুটন কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত সাত প্রার্থীর জয়

0
95
৪ মে লুটন বারা কাউন্সিলে নির্বাচন হয়

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পার্শ্ববর্তী শহর লুটন বারা কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশি বংশোদ্ভূত সাত প্রার্থী জয়ী হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনই নারী।

৪ মে লুটন বারা কাউন্সিলে নির্বাচন হয়। যুক্তরাজ্যের স্থানীয় সরকারের এ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ২১ প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি, বিরোধী দল লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়েন।

নির্বাচনে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত সাতজনের মধ্যে ছয়জন লেবার পার্টির, একজন কনজারভেটিভ পার্টির প্রার্থী।

লুটন বারার বিচ হিল ওয়ার্ড থেকে রুমী চৌধুরী, সেন্টস ওয়ার্ড থেকে শাহানারা নাসের ও সায়মা হোসাইন, হাই টাউন ওয়ার্ড থেকে উম্মে আলী, সেন্ট্রাল ওয়ার্ড থেকে ফাতেমা বেগম ও লুসি ওয়ার্ড থেকে ইয়ারুন বেগম নির্বাচিত হয়েছেন। তাঁরা লেবার পার্টির প্রার্থী।

এ ছাড়া কনজারভেটিভ পার্টির মনোনয়নে বার্মিংহাম ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন আজিজ আম্বিয়া।

লুটনে প্রায় ৫০ হাজার বাংলাদেশির বসবাস। এই প্রথম এখান থেকে ৭ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী কাউন্সিলর হলেন। এ ঘটনায় স্থানীয় কমিউনিটিতে আনন্দ ছড়িয়ে পড়েছে। আগে এ বারায় দুজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর ছিলেন।

গতবারের মতো এবারও লুটন বারা লেবার পার্টির নিয়ন্ত্রণে রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.