বহুল প্রতীক্ষিত প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে আলাস্কা ছাড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। করমর্দনের মাধ্যমে বিদায় নেন এই দুই নেতা। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরের এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে দুইজন একে অপরকে আন্তরিকভাবে ‘শুভ বিদায়’ বলেন ট্রাম্প-পুতিন। দ্বিপাক্ষিক বৈঠক ও সংবাদ সম্মেলনের পরে দোভাষীর মাধ্যমে কথা বলতে এবং বিদায়ী করমর্দন করতে দেখা গেছে তাদের। এয়ার ফোর্স ওয়ানে করে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, মস্কোর উদ্দেশ্যে উড়াল দেন রুশ প্রেসিডেন্টও।
বড় কোনো ‘ব্রেকথ্রু’ ছাড়াই শেষ হয় ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল আলোচিত এই বৈঠক। যদিও আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছে দুই পক্ষই। ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি না হলেও খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তবে ভ্লাদিমির পুতিন বলেছেন, সংঘাতের প্রাথমিক কারণগুলো আগে দূর করতে হবে। পরবর্তী আলোচনার জন্য ট্রাম্পকে মস্কোতে দাওয়াত দিয়েছেন তিনি।
এর আগে, পুতিনকে বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে গ্রহণ করার জন্য উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। দুই প্রেসিডেন্টই একই সময়ে (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টার পর) বিমান থেকে অবতরণ করেন। তারা দুজনই লালগালিচা দিয়ে হেঁটে পরস্পরের কাছে এসে করমর্দন করেন।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সপ্তমবারের মতো মুখোমুখি বৈঠক ছিল। এ বৈঠকে ট্রাম্পের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফ। আর পুতিনের সঙ্গে ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং পুতিনের সহকারী ও মুখপাত্র ইউরি উশাকভ।