টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, ইংল্যান্ড একাদশে দুই পরিবর্তন

0
112
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। ঘরের মাঠে সর্বশেষ সাত ওয়ানডে সিরিজে হারেনি টাইগাররা। ওই রেকর্ড বাঁচানোর ম্যাচ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওই ওয়ানডে ম্যাচে টস জিতে বোলিং নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলন করতে গিয়ে আঙুলের সামান্য ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম। হ্যামস্ট্রিং ইনজুরি আছে তাসকিনের। তবে তারা দু’জনই আছেন একাদশে। অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছেন তামিমরা।

তবে ইংল্যান্ডের পেস বোলিং আক্রমণে এসেছে দুই পরিবর্তন। ক্রিস ওকসের জায়গায় পেস অলরাউন্ডার স্যাম কারেনকে একাদশে রাখা হয়েছে। জোফরা আর্চারকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে সাকিব মাহমুদকে। তাদের সঙ্গে আছেন পেসার মার্ক উড।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেসন ভিন্সি, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাক, মঈন আলী, স্যাম কারেন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.