আর্সেনালেই নাম লেখালেন ভিক্টর ইয়োকেরেস

0
21
ভিক্টর ইয়োকেরেস

ভিক্টর ইয়োকেরেসের সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে আর্সেনাল। ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারকে স্পোর্তিং লিসবনের কাছ থেকে ছাড়িয়ে নিতে আর্সেনালকে দিতে হচ্ছে ১ হাজার ৫৩ কোটি ৮৪ লাখ টাকা।

আলোচনাটা বেশ কয়েক দিন ধরে চলছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এল।

২০২৪–২৫ মৌসুমে স্পোর্তিং লিসবনের হয়ে ৫২ ম্যাচে ৫৪ গোল করা ভিক্টর ইয়োকেরেস নাম লিখিয়েছেন আর্সেনালে। গত রাতে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম পেজগুলোয় তাঁকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে লন্ডনের এই ক্লাব।

ইয়োকেরেসের চুক্তিপত্রে সইয়ের ছবি সংযুক্ত করে বিবৃতিতে আর্সেনাল জানিয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে সুইডিশ আন্তর্জাতিক খেলোয়াড় ভিক্টর ইয়োকেরেস আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে স্বাক্ষর করেছেন।’

আর্সেনালের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন ভিক্টর ইয়োকেরেস, ছবি: ক্লাবের ওয়েবসাইট

ট্রান্সফারমার্কেট জানিয়েছে, ইয়োকেরেসের সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে আর্সেনাল। পাঁচ বছরের জন্য এই স্ট্রাইকারকে পর্তুগিজ ক্লাব স্পোর্তিংয়ের কাছ থেকে ছাড়িয়ে নিতে গানারদের দিতে হচ্ছে ৭ কোটি ৩৫ লাখ ইউরো (১ হাজার ৫৩ কোটি ৮৪ লাখ টাকা)।

এর মধ্যে চূড়ান্ত চুক্তিতে প্রাথমিক ফি হিসেবে দিতে হবে ৬ কোটি ৩৫ লাখ ইউরো (৯১০ কোটি ৪৬ লাখ টাকা), বাকি ১ কোটি ইউরো (১৪৩ কোটি ৩৮ লাখ ইউরো) পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বোনাস হিসেবে দেওয়া হবে।

২০২৫–২৬ মৌসুম শুরুর আগে এ নিয়ে ছয় খেলোয়াড় কিনল আর্সেনাল। ক্লাবটি ইয়োকেরেসের আগে দলে ভিড়িয়েছে ডিফেন্ডার ক্রিস্তিয়ান মোস্কেরা, মিডফিল্ডার মার্তিন জুবিমেন্দি, গোলকিপার কেপা আরিজাবালাগা, ফরোয়ার্ড নোনি মাদুয়েকে ও মিডফিল্ডার ক্রিস্টিয়ান নরগার্ডকে। তাঁদের পেছনে ২৩ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ইউরো (৩ হাজার ৩৫৬ কোটি ২২ লাখ ৬৩ হাজার টাকা) খরচ করে ফেলেছেন আর্সেনাল কোচ মিকেল আরতেতা।

গত বছরের নভেম্বরে উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বের ম্যাচে ইয়োকোরেসের স্পোর্তিংকে ৫–১ গোলে বিধ্বস্ত করেছিল আরতেতার আর্সেনাল। এরপরই তিনি ভেবে রেখেছিলেন, মৌসুম শেষে আর্সেনালেই যোগ দেবেন।

আর্সেনালের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন ভিক্টর ইয়োকেরেস
আর্সেনালের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন ভিক্টর ইয়োকেরেসছবি: ক্লাবের ওয়েবসাইট

নতুন ঠিকানায় আসার অনুভূতি জানাতে গিয়ে ২৭ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘গত মৌসুমে আমি যখন আর্সেনালের বিপক্ষে খেলি, তখন আমার সত্যিই মনে হয়েছে, এটি খুব শক্তিশালী দল এবং তাদের বিপক্ষে খেলা খুব কঠিন। এটাই আমাকে এই ক্লাব বেছে নিতে বাধ্য করেছে। এ ছাড়া ক্লাবটির ঐতিহ্য এবং বিশাল সমর্থকগোষ্ঠী তো আছেই।’

ইংল্যান্ডের ক্লাবে আগেও খেলেছেন ইয়োকেরেস। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে ধারে যোগ দিয়েছিলেন কভেন্ট্রি সিটিতে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে কখনো খেলার সুযোগ হয়নি।

আরও পড়ুন

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: বার্সেলোনার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: বার্সেলোনার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

তবে এবার আর্সেনালের জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান, ‘আমার মনে হয় আমি অনেক উন্নতি করেছি। এখন আমি নিজেকে সত্যিকার অর্থেই প্রমাণ করতে চাই এবং দলের জন্য পারফর্ম করতে চাই। আমি সব সময় গোল করতে চাই। এই ক্লাবের জার্সি পরে সব সমর্থকের সামনে গোল করতে তর সইছে না। এটা অসাধারণ এক অনুভূতি হবে।’

আর্সেনালে ১৪ নম্বর জার্সি পরে খেলবেন ভিক্টর ইয়োকেরেস
আর্সেনালে ১৪ নম্বর জার্সি পরে খেলবেন ভিক্টর ইয়োকেরেসছবি: ক্লাবের ওয়েবসাইট

ইয়োকেরেসকে নিয়ে কোচ আরতেতা বলেছেন, ‘আমরা ভিক্টর ইয়োকেরেসকে ক্লাবে স্বাগত জানাতে পেরে খুবই আনন্দিত। পারফরম্যান্সের ক্ষেত্রে সে যে ধারাবাহিকতা দেখিয়েছে, তা অসাধারণ। গোলে অবদানের পরিসংখ্যান ওর পক্ষেই কথা বলে। ওর অনেক গুণ। সে দ্রুত ও শক্তিশালী। ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে গোল করার সক্ষমতা অবিশ্বাস্য। ওর সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

আর্সেনালে ১৪ নম্বর জার্সিতে দেখা যাবে ইয়োকেরেসকে। ক্লাবটির কিংবদন্তি থিয়েরি অঁরিও ১৪ নম্বর জার্সি পরে খেলতেন। এশিয়ায় গানারদের প্রাক্‌–মৌসুম প্রস্তুতি থেকেই খেলবেন ইয়োকেরেস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.