২৬ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দেশের ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তাপ ছড়াতে শুরু করেছে। ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ বলে কথা।
অন্য যেকোনো ম্যাচের চেয়ে এর গুরুত্ব একটু আলাদা। তবে এই ম্যাচের আগে বড় ধরনের বিপদে পড়ার শঙ্কা আছে ব্রাজিলের। যার ফলে আর্জেন্টিনা ম্যাচের আগেই ব্রাজিল হারাতে পারে দলের সেরা তারকাদের অনেককেই।
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে। ২১ মার্চ সকাল ৬টা ৪৫ মিনিটে দুই দল মুখোমুখি হবে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে। সেই ম্যাচে ব্রাজিলের ১০ ফুটবলার হলুদ কার্ডের খড়্গ নিয়ে খেলতে নামবেন।
অর্থাৎ সেই ১০ জনের কেউ যদি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন, তাহলে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না। দক্ষিণ আমেরিকার অঞ্চলের (কনমেবল) বাছাইয়ের নিয়ম অনুযায়ী, একজন ফুটবলার দুটি হলুদ কার্ড দেখলে তিনি পরের ম্যাচে আর খেলতে পারবেন না।

আর এ তালিকায় যাঁদের নাম আছে, সেগুলো চমকে দেওয়ার মতোই। যেমন একটি নাম নেইমার। চোটের কারণে লম্বা সময় বাইরে থাকার পর ব্রাজিলের স্কোয়াডে ফিরেছেন এই ফরোয়ার্ড। আর্জেন্টিনার বিপক্ষে তাঁকে খেলতে দেখার জন্য মুখিয়ে আছেন ব্রাজিলের সমর্থকেরা। কিন্তু নেইমার যদি কলম্বিয়া ম্যাচে কার্ড দেখেন, তাহলে তাঁকে লিওনেল মেসিদের বিপক্ষে দর্শক হয়ে থাকতে হবে।
নেইমারের মতোই একই বিপদ ঘুরছে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, এদেরসনসহ ১০ ফুটবলারের মাথার ওপর। তাঁদের কেউ কলম্বিয়া ম্যাচে হলুদ কার্ড দেখলেই ছিটকে যাবেন আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ লড়াই থেকে। ফলে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে নেইমার-ভিনিসিয়ুসদের।
দক্ষিণ আমেরিকার বাছাইয়ে বর্তমানে ব্রাজিলের অবস্থান ৫ নম্বরে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১২ ম্যাচে ২৫। চারে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১২ ম্যাচে ১৯।
আর্জেন্টিনা ম্যাচ মিস করতে পারেন যে ১০ ব্রাজিলিয়ান
নেইমার
ভিনিসিয়ুস জুনিয়র
রাফিনিয়া
রদ্রিগো
এদেরসন
গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস
ব্রুনো গিমারায়েস
আন্দ্রে
দানিলো
মাথেউস কুনিয়া