মেসি বিশ্বকাপ খেলেছেন পাঁচবার। এর মধ্যে ২০১৪ আসরে ফাইনালে উঠলেও হেরে যান জার্মানির কাছে।
আট বছর পর এবার ট্রফি নিয়ে ফেরার পর মেসি স্মরণ করলেন পুরোনো সতীর্থদেরও, ‘আজ আমাদের দিন, চ্যাম্পিয়ন হিসেবে উৎসবের দিন। তবে এ সময়ে আমি তাদের ভুলে যেতে চাই না, যাদের সঙ্গে এর আগে খেলেছি। ওরাও এই ট্রফিটা জয়ের জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছিল। এই জার্সির জন্য নিজেদের সর্বস্ব ঢেলে দেওয়ার কারণে তাদেরও স্বীকৃতি প্রাপ্য। পাশাপাশি পূর্বের সকল কোচকেও আমি ধন্যবাদ দিতে চাই। তারাও সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।’
কাতারে ৩৫ বছর বয়সী মেসির সঙ্গে বিশ্বকাপের দীর্ঘ অপেক্ষা ঘুচেছিল আর্জেন্টিনারও।
মেসি আশা করেন, পরের বিশ্বকাপের জন্য তিন যুগ অপেক্ষা করা লাগবে না, ‘এই ট্রফিটা জিততে অনেক দীর্ঘ সময় লেগেছে। আমরা জানি না পরেরটা কবে জিতব। আশা করি অনেক বছর লাগবে না। এটা বোঝা গেছে যে, বিশ্বকাপ জেতাটা খুবই কঠিন। অনেক কিছুর ওপর নির্ভর করে। শুধু একটি ভালো দল থাকলেই হয় না, আরও অনেক কিছু পক্ষে থাকতে হয়। এখন সময় তিন তারকা উপভোগের।’