আলু আমদানিকারকদের জন্য সুখবর। এখন থেকে দেশের আরও ৯টি শুল্ক স্টেশন দিয়ে ভারত, নেপাল ও ভুটানের আলু আমদানি করা যাবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট শুল্ক স্টেশন দিয়ে এ আলু আমদানি করা যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (২০ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় এনবিআর।
শুল্ক স্টেশনগুলো হলো চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, কুড়িগ্রামের সোনাহাট, জামালপুরের ধানুয়া কামালপুর, শেরপুরের নাকুগাঁও, ময়মনসিংহের গোবরাকড়া ও কড়ুইতলী, সিলেটের তামাবিল, জকিগঞ্জ ও শেওলা।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর শুল্ক স্টেশন দিয়ে ভারত, নেপাল ও ভুটানের আলু আমদানি করা যাবে। আর কুড়িগ্রামের সোনাহাট শুল্ক স্টেশন দিয়ে আমদানি হবে ভারত ও ভুটানের আলু।
এ ছাড়া জামালপুরের ধানুয়া কামালপুর, সিলেটের জকিগঞ্জ ও শেওলা শুল্ক স্টেশন দিয়ে আমদানি করা হবে ভারতের আলু। পাশাপাশি নেপাল, ভুটান ও ভারতের আলু আসবে সিলেটের তামাবিল ও শেরপুরের নাকুগাঁও শুল্ক স্টেশন দিয়ে।
অন্যদিকে, ময়মনসিংহের গোবরাকড়া ও কড়ুইতলী শুল্ক স্টেশন দিয়ে আসবে ভারত ও ভুটানের আলু।
প্রসঙ্গত, সাধারণত একটি নির্দিষ্ট শুল্ক স্টেশন দিয়ে কোন কোন পণ্য আমদানি করা যাবে এনবিআর থেকে সেই তালিকা ঠিক করে দেওয়া হয়। এরই অংশ হিসেবে এই ৯টি শুল্ক স্টেশনের আমদানি পণ্যের তালিকায় আলু যুক্ত হলো।