আরও বাড়ল স্বর্ণের দাম

0
252
সোনা

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বেড়েছে। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানায়। আগামীকাল শুক্রবার থেকে স্বর্ণের নতুন দর কার্যকর হবে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮৪ হাজার ২১৪ টাকা, যা আগে ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা।

এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩২ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৭৮ হাজার ৭৩২ টাকা।

এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৮ হাজার ৯৩৪ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ৬৭ হাজার ৪৭৬ টাকা।

সনাতনি স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৫৬ হাজার ৬৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৫ হাজার ৫২১ টাকা।

তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতনি রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.