আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড রান তুলে ৮৯ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরের পথে অনেকটা এগিয়ে গেছে। এই জয়ের পেছনে দলের ক্রিকেটারদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করাকে বড় করে দেখছেন অধিনায়ক সাকিব আল হাসান।
ম্যাচ শেষে সাকিব বলেছেন, ‘আমরা অলরাউন্ড ক্রিকেট খেলেছি। পেসাররা খুবই ভালো বোলিং করেছে। এই জয় তাদের অনেক আত্মবিশ্বাস দেবে। আমরা এই ম্যাচে আমাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, সম্ভবত প্রথম ম্যাচে আমরা তা দিতে পারেনি, কিন্তু এই ম্যাচে আমরা সেটা দিয়েছি।’
এছাড়া জয়ের জন্য মেহেদী মিরাজ ও নাজমুল শান্তকে কৃতিত্ব দিয়েছেন সাকিব। তার মতে, লাহোরের প্রচণ্ড গরমে এমন দুর্দান্ত ইনিংস খেলা সহজ ছিল না।
সাকিব বলেছেন, ‘টস জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই গরমে ব্যাটিং করা সহজ ছিল না। মিরাজ ও শান্ত খুবই ভালো খেলেছে। ওরা ভিত্তি তৈরি করে দিয়েছিল। আমরা মিরাজের সামর্থ্য সম্পর্কে জানি। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে সে ভালো খেলে।’