‘আবু সাঈদসহ সকল হত্যায় জড়িত পুলিশ ও সরকারি কর্মকর্তারা ছাড় পাবে না’

0
22
রংপুর মহানগর পুলিশের নবাগত কমিশনার মো. মজিদ আলী।

আবু সাঈদসহ ছাত্র জনতার অভ্যুত্থানে সকল হত্যাকাণ্ডে জড়িত পুলিশ ও সরকারি কর্মকর্তাদের যত বড় অফিসারই হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশের নবাগত কমিশনার মো. মজিদ আলী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মহানগর পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় একথা বলেন তিনি।

মহানগর পুলিশ কমিশনার বলেন, মামলা হয়তো এলোমেলোভাবে হচ্ছে। সেটা বড় বিষয় নয়। তবে যাদের নাম আসছে বা যারা এই হত্যাকাণ্ডের জড়িত যাদের বিরুদ্ধে প্রমাণ আছে তাদের কেউ ছাড় পাবে না। তারা যত বড় ব্যাংকের অফিসার বা সরকারি কর্মকর্তাই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এই নির্দেশেই সরকার আমাদের দিয়েছে। তবে কিছুটা সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি।

মহানগর পুলিশ কমিশনার আরও বলেন, নগরীর যানজট সমস্যা নিরসন, মাদকের বিস্তার রোধ, কমিউনিটি পুলিশিং কমিটি শক্তিশালীকরণ ও নগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও কাজ করার পরিকল্পনা রয়েছে। এজন্য নগরবাসীর সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তন্য করেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.