এবারের ঈদে ঢাকা ছেড়েছেন ১ কোটির বেশি সিমধারী

0
123
পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনে বহু মানুষ ঢাকা ছাড়েন

এবারের পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনে এক কোটির বেশি সিমধারী ঢাকা ছেড়েছেন। গত মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) পর্যন্ত পাঁচ দিনে এই সিমধারীরা ঢাকা ছাড়েন। গতকাল রোববার সন্ধ্যার দিকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এই তথ্য জানা যায়।

মোস্তাফা জব্বারের পোস্টের তথ্য অনুযায়ী, উল্লিখিত পাঁচ দিনে ঢাকা ছেড়েছেন মোট ১ কোটি ১ লাখ ৫৯ হাজার ৭৮৬ সিমধারী। এর মধ্যে গ্রামীণফোনের সিমধারী ৩৮ লাখ ৪০ হাজার ৪১৪, রবির ২৬ লাখ ৪ হাজার ৩৯৮, বাংলালিংকের ৩৫ লাখ ৮৭ হাজার ৫৪ ও টেলিটকের ১ লাখ ২৭ হাজার ৯২০ সিমধারী রয়েছে।

ঈদের ছুটি শেষে নতুন যে সূচিতে আজ অফিস

একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ২৭ লাখ ৯০ হাজার ৭৯১ সিমধারী। এর মধ্যে গ্রামীণফোনের ৫ লাখ ৬১ হাজার ২৬৭, রবির ৩ লাখ ৩০ হাজার ৯৪৬, বাংলালিংকের ১৮ লাখ ৪৫ হাজার ৫১৮ ও টেলিটকের ৫৩ হাজার ৬০ জন সিমধারী রয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর আজ সোমবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খুলেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.