সুবিধাবঞ্চিত ক্রিকেটারদের জন্য হোস্টেল প্রতিষ্ঠা করছেন রিংকু

0
115
কেকেআরের ব্যাটার রিংকু সিং।

কষ্টের লম্বা সফর শেষে ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডার ব্যাটার রিংকু সিং।

কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কয়েক মৌসুম আছেন তিনি। গত মৌসুমে ঝলক দেখালেও এবার তিনি প্রতিদান দিচ্ছেন ধারাবাহিকভাবে।

রিংকু সিংয়ের এই উত্থান সহজ ছিল না। তার বাবা ছিলেন একজন এলপিজি’র (জ্বালানি গ্যাস) ডেলিভারি ম্যান।

পাঁচ ছক্কা মেরে কেকেআরকে জেতানো রিংকু। ছবি: ফাইল 

ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করতে কঠিন সময় পার করতে হয়েছে, অনেক বাধা অতিক্রম করতে হয়েছে রিংকুর। সেজন্য সুবিধাবঞ্চিত ক্রিকেটারদের জন্য একটি হোস্টেল প্রতিষ্ঠা করছেন তিনি।

সংবাদ মাধ্যম নিউ ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, প্রতিভাবান ক্রিকেটারদের স্বপ্ন পূরণের পথ কিছুটা যাতে সহজ হয় সেজন্য রিংকু সবসময় একটি ক্রিকেট হোস্টেল প্রতিষ্ঠার কথা ভাবতেন।

আইপিএল ও অন্যান্য ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সুবাদে এখন রিংকু স্বচ্ছল। সেজন্য আলিগড়ে প্রায় ৫০ লাখ রুপি খরচে ক্রিকেট হোস্টেল প্রতিষ্ঠা করছেন তিনি।

তিন মাস আগে ওই হোস্টেলের কাজ শুরু হয়। এক মাসের মধ্যে হোস্টেলটি খুলে দেওয়া সম্ভব হবে বলেও জানানো হয়েছে।

আলিগড়ে রিংকুর ছোট বেলার কোচ মাসুদুজ জাফর আমিনি বলেছেন, ‘আর্থিক সংকট যাদের স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় রিংকু তাদের জন্য একটি হোস্টেল প্রতিষ্ঠার কথা ভাবতো। এখন সে স্বচ্ছল হওয়ায় ওই ইচ্ছা বাস্তবে রূপ দিচ্ছে।’

রিংকুর কোচ জানিয়েছেন, হোস্টেলের শেডে ১৪টি কক্ষ তৈরি করা হচ্ছে। প্রতি কক্ষে চারজন করে থাকতে পারবেন। শেডে আলাদা প্যাভিলিয়ন থাকছে। আলাদা টয়লেটের ব্যবস্থা থাকবে।

খেলোয়াড়দের খাওয়া-দাওয়ার জন্য ক্যান্টিনের ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে ৫০ লাখ রুপির মতো খরচ হচ্ছে যার সবটা বহন করছে রিংকু।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.