
ভুটান থেকে লাওসে গেছেন আফঈদা খন্দকার। পরিবারের সদস্যদের নিয়ে তোলা মুহূর্ত শেয়ার করেছেন তাসকিন আহমেদ। উমর গুল ঘুরছেন ইংল্যান্ডে। খেলার সফরে পরিবারের সান্নিধ্যে ট্রাভিস হেড। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।

প্রথম খেলোয়াড় হিসেবে তৃতীয়বারের মতো ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে মোহাম্মদ সালাহ। তিন বছরের স্বীকৃতি নিয়ে এক ফ্রেমে লিভারপুলের মিসরীয় তারকাইনস্টাগ্রাম/সালাহ

পরিবারের সঙ্গে তাসকিন আহমেদ। লিখেছেন, পরিবারই তাঁর দুনিয়ার বড় অংশজুড়েইনস্টাগ্রাম/তাসকিন

অস্ট্রেলিয়ার হয়ে খেলতে ডারউইন–কেয়ার্নসে গেছেন ট্রাভিস হেড। সঙ্গে নিয়ে গেছেন স্ত্রী–সন্তানদেরওইনস্টাগ্রাম/হেড

সময়টা ভালোই কাটছে জাতীয় দলের ফুটবলার রাকিব হোসেনেরইনস্টাগ্রাম/রাকিব

ইংল্যান্ডের ডোভারে ঘুরতে গিয়ে ভালোই লেগেছে সাবেক পাকিস্তানি পেসার উমর গুলেরইনস্টাগ্রাম

ভুটানের ক্লাবের হয়ে এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে লাওসে গেছেন আফঈদা খন্দকারফেসবুক/আফঈদা