আপনার একমাত্র ম্যান্ডেট একটা সাধারণ নির্বাচন করা: প্রধান উপদেষ্টার উদ্দেশে সালাহউদ্দিন আহমদ

0
18
কান্দিরপাড় বিএনপি কার্যালয়

কুমিল্লায় নবগঠিত মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে, বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে আগুন দিয়েছেন পদবঞ্চিতরা। শনিবার (১৭ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কুমিল্লা নগরীর ঈশ্বরপাঠশালা এলাকা থেকে একটি মিছিল নিয়ে কান্দিরপাড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আসেন বিক্ষুব্ধরা। মিছিল চলাকালে বাজি ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টাও করা হয়। পরে বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে আগুন জ্বালিয়ে দেন পদবঞ্চিতরা।

এ সময় গণমাধ্যমকর্মীরা ছবি তুলতে গেলে তাদের বাধা দেয়া হয় এবং ক্যামেরা ভাংচুরের চেষ্টা চালানো হয়।

উল্লেখ্য, গত ১৫ মে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্র দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই পদবঞ্চিতরা নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.