‘আপত্তিকর’ নাচ, প্রবল বিতর্কের মুখে উর্বশী

0
11
উবর্শী রাউতেলা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘অশালীন’ নাচের অভিযোগ উঠল অভিনেত্রীর বিরুদ্ধে। কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, গান মুক্তির কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা।

গানটি নিয়ে সমালোচনার আরেক কারণ নন্দমুরি বালাকৃষ্ণ। ৬৪ বছর বয়সী তারকার সঙ্গে উর্বশীর এমন আবেদনময়ী নাচও মেনে নিতে পারছেন না অনেকে। তবে অন্তর্জালে নানা সমালোচনা হলেও গানটি নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী।

২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার হাত ধরে বিটাউনে পা দেন অভিনেত্রী। তবে তাঁর ক্যারিয়ারে হিট ছবি সেভাবে নেই বললেই চলে। বরাবরই নানা বিতর্কের কারণে খবরের শিরোনাম হয়েছেন উবর্শী।

তেলেগু সিনেমা ‘ডাকু মহারাজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে উর্বশীকে। এই ছবির হাত ধরে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন ববি দেওল। ১২ জানুয়ারি ছবি মুক্তি পাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.