আন্দোলনে হতাহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন

0
43
আন্দোলনে নিহত ও আহতদের তালিকা প্রণয়নে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে নিহত ও আহতদের তালিকা প্রণয়নে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়।

এতে বলা হয়, এই কমিটি আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের জন্য একটি নীতিমালা প্রণয়ন করবে। তাছাড়া, আহত ও নিহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, অর্থ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের একজন করে প্রতিনিধি রয়েছেন। এছাড়া স্বাস্থ্য সেবা বিভাগের (সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা) যুগ্মসচিবও এই কমিটিতে রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.