আন্দোলনকারীদের ওপর হামলায় নিন্দা, শাস্তির দাবি ১১৪ নাগরিকের বিবৃতি

0
72
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন দেশের ১১৪ বিশিষ্ট নাগরিক। তাঁরা কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক দাবির প্রতি সমর্থনও জানিয়েছেন।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এ দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, গতকাল সোমবার ও আজ মঙ্গলবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা চালানো হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ছাত্রলীগের নেতা-কর্মীরা পিস্তল, রড, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে এ হামলা করেন। হামলায় নারী শিক্ষার্থীরাও রেহাই পাননি। এর মধ্যে আজ মঙ্গলবার হামলায় কয়েকজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান বিবৃতিদাতারা।
বিবৃতিতে বলা হয়, হামলা, কয়েকজনকে হত্যা করা এবং শত শত শিক্ষার্থীকে আহত করা দেশের প্রচলিত আইনে গুরুতর ফৌজদারি অপরাধ। হামলায় আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে থাকা অবস্থায় তাঁদের ওপর আবারও হামলা চালানো হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধের সমতুল্য। এসব হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার ও উপযুক্ত শাস্তি দাবি করেন তাঁরা। এ ছাড়া হামলা প্রতিরোধে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনেরা।
বিবৃতিদাতা ব্যক্তিদের মধ্যে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অধ্যাপক পারভীন হাসান, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, অধ্যাপক সি আর আবরার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, অধ্যাপক আনু মুহাম্মদ, পরিবেশকর্মী সৈয়দা রিজওয়ানা হাসান, স্বপন আদনান, আলোকচিত্রী শহিদুল আলম, অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক রেহনুমা আহমেদ, অধ্যাপক সুমাইয়া খায়ের, সাংবাদিক কামাল আহমেদ, শাহনাজ হুদা, মাহা মির্জা, আইনুন নাহার, মানস চৌধুরী, অধ্যাপক মাইদুল ইসলাম, মানবাধিকারকর্মী শিরিন প হক, অধ্যাপক ফিরদৌস আজিম, নূর খান, হানা শামস আহমেদ, রেজাউর রহমান লেলিন, তবারক হোসেইন, নায়লা জেড খান, রানী ইয়েন ইয়েন, নির্মাতা আশফাক নিপুন, আলতাফ পারভেজ, রায়হান রাইন, ফয়জুল লতিফ চৌধুরী, কল্লোল মোস্তফা, ফয়েজ আহমদ তৈয়্যব, জাকির তালুকদার প্রমুখ। #explore #everyone #বাংলাদেশ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.