আন্তর্জাতিক সম্প্রদায়কে জনস্বাস্থ্যে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

0
146
ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাবলিক হেলথ অ্যান্ড ডিপ্লোমেসি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় যেসব দেশের সম্পদ স্বল্প, জনস্বাস্থ্যের লক্ষ্য অর্জনে সেসব দেশের সক্ষমতা বাড়াতে একত্রে কাজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এখন টেকসই উন্নয়ন লক্ষ্য-৩ ও লক্ষ্য-১৭তে বলা জনস্বাস্থ্য লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী একসঙ্গে কাজ করার সময় এসেছে। স্বল্প সংস্থানযুক্ত দেশগুলোর স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর- বাসস

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানী ঢাকার হোটেল প্যানপ্যাসিফিকের গ্র্যান্ড বলরুমে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাবলিক হেলথ অ্যান্ড ডিপ্লোমেসি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.