বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এরপর থেকেই আলোচনায় ছিলেন তিনি। সেই সঙ্গে পরিচালক পদে মনোনয়ন তুলে আরও চমক দেন এই সংগীতশিল্পী।
চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক হওয়ার জন্য লড়াইয়ে নামলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালে আফিসের পথ আরও সহজ হয়ে যায়। ফলে নির্বাচনের আগেই পরিচালক হওয়ার আনন্দে ছিলেন তিনি। বাকি ছিল শুরু আনুষ্ঠানিকতা, এবার সেই প্রক্রিয়াও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় আসিফ আকবরকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় হোম অব ক্রিকেটে নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হবে। যেখানে উপস্থিত থাকবেন আফিস আকবরসহ ২৫ জন পরিচালক। সেখানেই ক্রিকেট বোর্ডের দায়িত্ব ভাগাভাগি করে নেবেন পরিচালকরা।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেটের নতুন সভাপতি নির্বাচন হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি নির্বাচিত হয়েছে দুইজন, তারা হলেন- ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।