আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা: অন্যতম আসামি গ্রেফতার

0
7
গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম সাঈদ ফজলুল করিম স্বপন (৪২

মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষ ও আদিবাসী শিক্ষার্থী রূপাইয়া শ্রেষ্ঠার ওপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করলো পুলিশ।

গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম সাঈদ ফজলুল করিম স্বপন (৪২)। সেই এই মামলার অন্যতম আসামি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব শিয়াচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

পরবর্তীতে ওই সংঘর্ষের ঘটনায় ১৫ জানুয়ারি আসামি আরিফ আল খবির (৩৮) এবং মো. আব্বাসকে (২৪) গ্রেফতার করে মতিঝিল থানা-পুলিশ। ২৯ জানুয়ারি মো. হাবিবুর রহমান এবং ১২ ফেব্রুয়ারি আসামি শাহাদাৎ ফরাজী সাকিবকে (৩৫) গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ১৫ জানুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এনসিটিবির সামনে অবস্থান নেন ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’সংগঠনের সদস্যরা। বেলা ১২টার দিকে পাহাড়ি ছাত্র ও জনতাদের একটি দল সেখানে পৌঁছালে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পুলিশ দুপক্ষকে থামানোর চেষ্টা করলেও মানব ব্যারিকেড ভেঙে এনসিটিবির সামনে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই সংগঠনের সদস্যরা।

পরে ১৭ জানুয়ারি এজাহারনামীয় ১৬ জনসহ অজ্ঞাতনামা আরো ২০০-৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পাহাড়ি ছাত্র পরিষদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.