আদরের কন্যা রাহাকে আড়ালে রাখার কারণ জানালেন আলিয়া

0
133
‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’তে অভিনয়ের জন্য প্রধান চরিত্রে সেরা অভিনয়শিল্পী (নারী) হয়েছেন আলিয়া ভাট, টুইটার

রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহা। কাপুর পরিবারের এই খুদে সদস্যের এখনো মুখ দেখেনি সাধারণ মানুষ। তাই রণবীর-আলিয়ার অনুরাগীরা রাহাকে একঝলক দেখার জন্য অধীর অপেক্ষায় আছেন। এর মধ্যে কি তাঁরা রাহার দর্শন পাবেন? আলিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন রাহাকে লোকচক্ষুর আড়ালে রাখার কারণ।

পেশাগত জীবনের পাশাপাশি মাতৃত্ব দারুণ উপভোগ করছেন আলিয়া। তবে এই মুহূর্তে মেয়ে রাহাই আলিয়ার জীবনের প্রাধান্য—এ কথা তিনি এক অনুষ্ঠানে স্পষ্টভাবে বলেছিলেন। শুধু তা–ই নয়, রাহাকে নিয়ে ‘রণলিয়া’ জুটি অত্যন্ত রক্ষণশীল। এই তারকা দম্পতি রাহাকে ঘিরে সব গোপনীয়তা সুন্দরভাবে বজায় রেখেছেন। এই গোপনীয়তা এখনো তাঁরা বজায় রাখতে চান বলে জানিয়েছেন আলিয়া।

সম্প্রতি ভোগ সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে রাহার প্রসঙ্গে আলিয়া বলেন, ‘রণবীর ও আমি রাহাকে কত দিন পর্যন্ত প্রকাশ্যে আনব না, এ ব্যাপারে আমাদের দুজনের স্পষ্ট ধারণা আছে।

আলিয়া ভাট
আলিয়া ভাটফেসবুক

আমরা তার কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে চাই না। আমি এখনো আমার মেয়ের বিষয়ে কোনো রকম কথা বলতে স্বচ্ছন্দ নই।’

এই বলিউড নায়িকা আরও বলেন, ‘রাহার কারণে আমি অনেক শুভকামনা ও আশীর্বাদ পেয়েছি। আমাকে অনেকে “রাহার মা” বলে ডাকে, যা আমার ভালো লাগে। সেসব মানুষের ব্যাপারে অত্যন্ত রক্ষণশীল, যাদের আমি ভালোবাসি। আমি সত্যি মনে করি না যে একজন শিশুর “পাবলিক পার্সোনালিটি” হওয়ার প্রয়োজন আছে।’
এ ব্যাপারে আলিয়ার বক্তব্য, ‘আমরা মোটেও বলছি না যে তাকে (রাহা) কেউ কখনো দেখতে পাবেন না। এই সিদ্ধান্ত এখনকার জন্য নেওয়া হয়েছে। অনেক মানুষ আমাদের এই সিদ্ধান্তকে সম্মান করেছেন। তবে আমাদেরও অধিকার আছে ভক্তদের সামনে সাধারণ মানুষ হিসেবে থাকার।’

আলিয়া ভাট, ইনস্টাগ্রাম

‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’তে অভিনয়ের জন্য প্রধান চরিত্রে সেরা অভিনয়শিল্পী (নারী) হয়েছেন আলিয়া ভাটটুইটার

এই সাক্ষাৎকারে আলিয়ার মুখে পাপারাজ্জিদের প্রশংসাও ঝরে পড়েছে। পাপারাজ্জিদের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি সত্যি সত্যি বিশ্বাস করি যে আমরা একই ইন্ডাস্ট্রির। পাপারাজ্জিরা আমার পেশাগত পরিবারের মতো। আমি তাঁদের সম্মান করি। গত মাসে আমি যখন লন্ডন থেকে রাহাকে নিয়ে ফিরছিলাম, তখন তারা সবাই নিজেদের ক্যামেরা বিমানবন্দরে রেখে দিয়েছিলেন। আর কেউ তখন রাহার একটিও ছবি তোলেননি।’

আলিয়াকে খুব শিগগির ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিতে দেখা যাবে। করণ জোহর পরিচালিত এই ছবিতে আলিয়ার বিপরীতে আছেন রণবীর সিং।

এদিকে ৬৮তম হুন্ডাই ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জয় করেছেন আলিয়া ভাট। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। সেরা ছবি হয়েছে বানসালির এ ছবি। আর ‘গাঙ্গুবাঈ’ ছবিটি পরিচালনার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সঞ্জয় লীলা বানসালি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.