আট বছর পর চিরকুটের নতুন অ্যালবাম

0
5
চিরকুট ব্যান্ডের সদস্যরা, ছবি: ব্যান্ডের সৌজন্যে

আট বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করল ব্যান্ড চিরকুট। ‘ভালোবাসাসমগ্র’ নামের অ্যালবামটিতে রয়েছে নতুন ১০টি গান। গানগুলোর কথা লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি।
জানা গেছে, এখন থেকে স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, ফেসবুক মিউজিকসহ সব ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যালবামের গানগুলো শোনা যাবে। এরই মধ্যে প্রথম গান ‘দামি’র ভিডিও প্রকাশ পেয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছে। শিগগিরই আরও দুটি গানের ভিডিও প্রকাশের পরিকল্পনা রয়েছে।

২০০২ সালে যাত্রা শুরু করে চিরকুট। লোকগান, রক, ফোক-ফিউশন, সুফি এবং আধুনিক ধারার সংগীতকে মিশিয়ে তারা গড়ে তুলেছে স্বতন্ত্র এক সংগীতভাষা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, শ্রীলঙ্কা, ভারতসহ বিভিন্ন দেশে কনসার্টে অংশ নিয়েছে তারা। ‘২৩ বছরের যাত্রায় আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের শ্রোতা। তাঁরাই আমাদের পাশে ছিলেন, প্রতিকূল সময়েও এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছেন। ‘ভালোবাসাসমগ্র’ অ্যালবাম সেই ভালোবাসারই উত্তর—একটি সামগ্রিক ভালোবাসার দলিল,’ বলেন ব্যান্ডের ভোকাল সুমি। তিনি আরও বলেন, ‘এই অ্যালবামে আমাদের ভাবনা ও কাজের নিখাদ প্রতিফলন রয়েছে। হৃদয়ের গভীর থেকে এসেছে প্রতিটি গান। যে কথাগুলো অন্তর থেকে উঠে এসেছে, যে সুর মনে বেজেছে, সেগুলোই গান হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি, শ্রোতারা গানগুলো শুনেও তা অনুভব করতে পারবেন।’

এ অ্যালবামের অন্য একটি বিশেষ দিকও রয়েছে। এটি ব্যান্ডের বর্তমান চার সদস্য প্রান্ত, দিব্য, ইয়ার আর শুভ্রর জীবনের প্রথম পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম। ‘ওরা খুবই খুশি। ওদের আনন্দ আমাদেরও আনন্দ দেয়,’ বলেন সুমি। চিরকুটের উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছে ‘চিরকুটনামা’, ‘যাদুর শহর’ ও ‘উধাও’। ‘কানামাছি’, ‘দুনিয়া’, ‘ঢাকার সান্নিধ্যে’, ‘এই শহর আমার’, ‘আহা রে জীবন’, ‘জাদুর শহর’ ইত্যাদি গান জনপ্রিয় হয়েছে। পাশাপাশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেও প্রশংসা কুড়িয়েছে চিরকুট। অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমার গান ‘না বুঝি দুনিয়া’ বিশেষভাবে আলোচিত হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.