আজ বেনবন বিহারের চারিদিক আলোক সজ্জাসহ প্রচুর সাজসজ্জার কাজ চলছে। সূর্যাস্তের সাথে সাথে নানা রকম ঝারবাতির আলোয় আলোকিত হয়েছে চারিদিক।
বেনুবন অরণ্য কুঠির
সন্ধ্যা ৫:৩০টা বিহার অধ্যক্ষ পঞ্চশীল প্রদানের মাধ্যমে ও ফিতা কেটে বিহারে কঠিন চীবরদানের অনু্ষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তুলা থেকে সুতা, পরে সুতা রং করে শুকিয়ে তারপর বেইন কার্যক্রম শুরু করা হয়। এটি আজ সারারাত ব্যাপী চলবে। আগামীকাল সেই বেইনকে সেলাই করে চীবরদান করা হবে। এই কঠিন চীবরদান মহাউপাসিকা বিশাখা কর্তৃক প্রথম দান করা হয়।
বেনুবন অরণ্য কুঠির
অনুষ্ঠানে বিহার অধ্যক্ষ পন্থক মহাস্থবিরসহ অন্যান্য ভিক্ষুসংঘ উপস্থিত রয়েছেন। আগামীকাল সকাল বুদ্ধ, সংঘদান, অষ্টপরিস্কারদানসহ নানা বিদ দানকার্য সম্পাদন করা বিকালে কঠিন চীবর ভিক্ষুসংঘের উদ্দেশ্যে দান করা।
বেনুবন অরণ্য কুঠির
আগে লিভার ক্যানসার মূলত বয়স্কদের রোগ হিসেবে বিবেচিত হতো। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, তরুণদের মধ্যেও এ রোগের প্রবণতা বাড়ছে। অস্বাস্থ্যকর জীবনযাপন, স্থূলতা, অতিরিক্ত...
সাম্প্রতিককালে মুক্তি পাওয়া কোরিয়ান সিরিজগুলোতে প্রাধান্য পাচ্ছে রেট্রো ঘরানা। ইতিহাস নয়তো অতীতের পটভূমি উঠে আসছে মুক্তি পাওয়া সিরিজগুলোতে। পুরোনো দিনের এসব গল্প যেমন অনেকের...
অনেক ক্ষেত্রেই প্রাথমিক অবস্থায় প্রোস্টেট ক্যানসারের কোনো উপসর্গ থাকে না। আবার উপসর্গ থাকলেও সেসবকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করেন অনেকেই। সিলেট ইবনে সিনা হাসপাতালের...