আজ কি বিশ্বকাপে শেষ ম্যাচটা খেলবেন কাভানি–সুয়ারেজ

0
226
উরুগুয়ের সোনালি প্রজন্মের শেষ জোড়া প্রদীপ এদিনসন কাভানি ও লুইস সুয়ারেজ, ছবি: রয়টার্স

আজ কি জ্বলে উঠবেন সুয়ারেজ?

আজ কি জ্বলে উঠবেন সুয়ারেজ?
ছবি: রয়টার্স

সত্যিই তো, কিছুই রাঙানো হলো না কাভানি–সুয়ারেজের! কানায় কানায় পূর্ণ না হলেও ক্লাব ফুটবলে দুজনই সাফল্য কুড়িয়েছেন দুই হাত ভরে। বার্সেলোনার হয়ে চারটি লা লিগা, একটি চ্যাম্পিয়নস লিগসহ ১৩টি শিরোপা জিতেছেন সুয়ারেজ। আতলেতিকো মাদ্রিদের হয়েও একটি লা লিগা শিরোপা জয়ের আনন্দে মেতেছেন উরুগুয়ের সালতোতে জন্ম নেওয়া ছেলেটি। সুয়ারেজের পৃথিবীর আলো দেখার এক মাসের কম সময়ের মধ্যে একই শহরে জন্ম নেওয়া কাভানি পিএসজির হয়ে ছয়টি ফ্রেঞ্চ লিগ ‘আঁ’–সহ জিতেছেন ছোটবড় ২১টি শিরোপা।

ক্লাব ফুটবলে এত এত সাফল্য পাওয়া কাভানি–সুয়ারেজ উরুগুয়ের হয়ে কী পেলেন? পৃথিবীর আলো যেমন আগে–পরে দেখেছেন, উরুগুয়ে দলে সুয়ারেজ ও কাভানির আবির্ভাবও তেমনি। সুয়ারেজ উরুগুয়ের জার্সি গায়ে তুলেছেন ২০০৭ সালের ফেব্রুয়ারিতে, কাভানি এক বছর পর। উরুগুয়ে দলে দুজনের একসঙ্গে পথচলার শুরু ২০০৮ সাল থেকে। ১৪ বছরের যুগল পথচলায় উরুগুয়ের হয়ে তাঁদের অর্জন একটিমাত্র কোপা আমেরিকার শিরোপা, যেটি তাঁরা জিতেছিলেন ২০১১ সালে। সেই সময় দিয়েগো ফোরলান, সুয়ারেজ, কাভানিদের ঘিরে কত কী পাওয়ার স্বপ্নই না দেখেছিলেন উরুগুয়ের ফুটবল–রোমান্টিকরা।

উরুগুয়েকে জিততে হলে জ্বলে উঠতে হবে কাভানিকেও

উরুগুয়েকে জিততে হলে জ্বলে উঠতে হবে কাভানিকেও
ছবি: রয়টার্স

সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারেননি কাভানি–সুয়ারেজরা। উরুগুয়ের সোনালি প্রজন্মের আলো নিভতে শুরু করেছে আরও আগে থেকেই। এখন নিবু নিবু শেষ জোড়া প্রদীপ কাভানি–সুয়ারেজও। তাঁদের শেষবেলায় খুব বেশি প্রত্যাশা নেই। উরুগুয়ের মানুষের এখন চাওয়া শুধু একটাই—রাঙিয়ে দিয়ে যাও যাও, যাও গো এবার যাবার আগে! নিজেদের আপন রাগে, পারফরম্যান্সের অরুণ ঝলকে সেটা কি করতে পারবেন কাভানি–সুয়ারেজ!

কাভানি–সুয়ারেজ কাতারের সবুজ মাঠে আল্পনা আঁকবেন পায়ের জাদুতে, ১৮ ডিসম্বেরের অস্তরাগ মায়াবি হবে তাঁদের হাতে ওঠা সোনালি ট্রফিতে—এমন স্বপ্ন উরুগুইয়ানরা এবার দেখেনি। কিন্তু যদি আজ ঘানাকে হারিয়ে উরুগুয়েকে শেষ ষোলোতে তুলতে পারেন তাঁরা, এরপর শেষ ষোলো থেকে যদি আরও একধাপ এগোনো যায়…এটুকু তো তাঁদের কাছে চাইতেই পারেন উরুগইয়ানরা!

উরুগুয়ের অনুশীলনে সতীর্থদের সঙ্গে কাভানি ও সুয়ারেজ

উরুগুয়ের অনুশীলনে সতীর্থদের সঙ্গে কাভানি ও সুয়ারেজ
ছবি: রয়টার্স

শেষ পর্যন্ত যদি উরুগুইয়ানদের সে আশাটুকুও তাঁরা পূরণ করতে না পারেন, যদি ঘানাকে হারাতে পারলেও সমীকরণের প্যাঁচে আটকে পেরোনো না হয় গ্রুপ পর্বের বৈতরণী; তাহলে আর কী–ই বা বলতে পারেন কাভানি-সুয়ারেজ! কবীর সুমনের গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে হয়তো ‘যা কিছু নেই, নাই বা হলো সব পাওয়া, না পাওয়ার রং নাও তুমি’ বলে বিদায় নেবেন উরুগুয়ের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই তারা!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.