‘আগে দুই-তিন ঘণ্টা পিটাব, তারপর কথা’, কার উদ্দেশে বললেন বুবলী

0
22
শবনম বুবলী

সম্প্রতি ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা শরীফুল রাজ ও শবনম বুবলীর বিয়ে নিয়ে গুঞ্জন রটেছিল; যার নেপথ্যে বড় ভূমিকা ছিল উইকিপিডিয়ার। মূলত সেখান থেকেই ছড়িয়েছে বিয়ের গুঞ্জন। উইকিপিডিয়ায় বুবলীর স্বামী হিসেবে রাজ এবং রাজের স্ত্রী হিসেবে বুবলীর নাম ‘জ্বলজ্বল’ করছিল, যা দেখে চারদিকে শোরগোল-ফিসফাস। যদিও উইকিপিডিয়ায় যে কেউ তথ্য সংযোজন ও বিয়োজন করতে পারে। এরপরও বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান রাজ-বুবলী। ভিন্নভাবে ক্ষোভও প্রকাশ করেন রাজের সাবেক স্ত্রী পরীমনি।

তবে এবার সেই গুঞ্জনের জবাব দিলেন নায়িকা শবনম বুবলী। গণমাধ্যমের এক অনুষ্ঠানে (মাছরাঙা টেলিভিশন) প্রচারিত সাক্ষাৎকারে অভিনেত্রীকে মজাচ্ছলে প্রশ্ন করা হয়, ‘উইকিপিডিয়া থেকে জানতে পেরেছি, ১৩ মে শরীফুল রাজকে বিয়ে করেছেন?’ উত্তরে বুবলী বলেন, ‘যারা তথ্যগুলো এডিট করেছে, সেই অবস্থাতেই ওই লোকটা বা ওই গ্রুপটাকে ধরে মিনিমাম কয়েক ঘণ্টা পিটানো উচিত, মানুষের মধ্যে যখন নোংরামি বা হিংসাত্মক জিনিসগুলো থাকে, তখনই এমন ভুয়া নিউজ ছড়ানোর চিন্তাভাবনা করে। আমার মনে হয়, এগুলো যারা বোঝার, তারা খুব ভালোভাবেই বোঝে।’

‘দেয়ালের দেশ’ ছবিতে শরিফুল রাজ ও শবনম বুবলী
‘দেয়ালের দেশ’ ছবিতে শরিফুল রাজ ও শবনম বুবলী, ছবি : পরিচালকের সৌজন্যে

এ ঘটনার সময় শুটিং ফ্লোরে ছিলেন বুবলী। নায়িকা বলেন, ‘খবরটি দেখে টিমের সবাই বলছে, করল তো করল আন্তর্জাতিক কাউকে নিয়ে করত!’ উপস্থাপকের প্রশ্ন, ‘তাহলে কাকে চাইতেন?’ বুবলীর জবাব, ‘বারাক ওবামাকে দিতে পারত। বিষয়টা নিয়ে কথা বলতেও খুব আজব লাগে। সব সময় তো সবকিছু প্রমাণ করা সম্ভব নয়। সচেতন মানুষদের ভুল-ঠিক নিউজগুলো বুঝে নেওয়া উচিত।

শবনম বুবলী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
শবনম বুবলী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘তার মানে উইকিপিডিয়ায় গিয়ে লিখতে পারি—স্বামী শাকিব খান।’ উত্তরে বুবলী বলেন, ‘এটাই তো (শাকিব খান) ছিল, পরিবর্তন করল কে? যেহেতু আমি এখন পুরো জংলি মুডে আছি, দুই-তিন ঘণ্টা আগে পিটাব, তারপর কথা…’ যদিও এখন উইকিপিডিয়ায় নায়িকা বুবলীর স্বামীর জায়গায় শাকিব খানের নাম উল্লেখ আছে। তাঁদের বিচ্ছেদের সময় দেওয়া আছে ২০২২ সাল।

‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রের দৃশ্যে শরিফুল রাজ ও শবনম বুবলী
‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রের দৃশ্যে শরিফুল রাজ ও শবনম বুবলী, ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমার তো কলকাতার প্রথম সিনেমা “ফ্ল্যাশব্যাক”। সামনেই সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটির সাথে যুক্ত হওয়ার প্রধান কারণ কৌশিক গাঙ্গুলী স্যার। ওনার কথা শুনে মনে হয়েছিল, এই সিনেমা আমার অভিনয়জীবনের বড় অর্জন হবে। তিনি আমাকে খুব সাহায্য করেছেন। ওনারা আমাদের দেশের কাজ নিয়েও খুব আপডেটেড থাকেন।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.