সুনেরাহ বিনতে কামাল। অভিনেত্রী ও মডেল। ঈদে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ছবি ‘অন্তর্জাল’। এ ছাড়াও রাজ-পরীমণি ইস্যুতেও আলোচনায় তিনি। সিনেমা ও সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা হয় তাঁর সঙ্গে-
ঈদে মুক্তি পাচ্ছে আপনার ‘অন্তর্জাল’। ছবিটিতে আপনাকে কেমন চরিত্রে দেখা যাবে?
অন্তর্জাল দেশের প্রথম সাইবার থ্রিলার গল্পের ছবি। তরুণ প্রজন্মের গল্পের ছবি। গতানুগতিক গল্পের বাইরের একেবারে ভিন্ন একটি গল্প। গল্প ভিন্ন হওয়ায় আমার চরিত্রটিও ভিন্ন। এখানে আমার অভিনীত চরিত্রের নাম প্রিয়ম। সে একজন রোবট ইঞ্জিনিয়ার। এখানে আমার বিপরীতে আছেন সিয়াম। ছবিটি দেখার পর তরুণ প্রজন্মের অনেকেই প্রিয়ম হতে চাইবেন।
প্রথম ছবি মুক্তি পায় ২০১৯ সালে। মাঝের চার বছর নতুন ছবিতে দেখা যায়নি কেন?
‘ন ডরাই’য়ের পর ‘অন্তর্জাল’ আমার দ্বিতীয় ছবি। মাঝে সিনেমা না করলেও ওয়েব বা ফিকশনে কাজ করছি। আমার অভিনীত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’ আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে। তবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা করা হয়নি। আসলে যে ধরনের গল্পে কাজ করতে চাই, তেমন গল্প পাইনি।
ঈদে আরও ৮টি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে। এত ছবির মধ্যে অন্তর্জাল নিয়ে কতটা আশাবাদী?
প্রতিটি ছবির একটি নিজস্ব মেরিট আছে। অন্তর্জাল মানসম্পন্ন ছবি। প্রযুক্তি ও সাইবার দুনিয়ার নানা বিষয় রয়েছে এই ছবিতে। এ ধরনের গল্প আমাদের সিনেমায় আগে আসেনি। আশা করি, অন্তর্জাল দর্শকরা ভালোভাবে গ্রহণ করবে।
আপনার ও অভিনেতা শরিফুল রাজের একটি ভিডিও নিয়ে নেতিবাচকভাবে আলোচনায় এলেন। এই ভিডিওর কারণে ছবির ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন?
আমি বিশ্বাস করি, তাতে সিনেমার ওপর প্রভাব পড়বে না। কারণ ওটা তেমন কোনো ঘটনাই ছিল না। বন্ধুদের সঙ্গে স্বাভাবিক আচরণের একটি ভিডিও; যা আমার মাধ্যমে নয়, অন্য কেউ প্রকাশ করেছে। এ ধরনের ব্যক্তিগত ভিডিও যিনি প্রকাশ করেছেন, তিনি অন্যায় করেছেন। তারপরও ভিডিওতে বাজে কিছু শব্দ ব্যবহারের কারণে আমি দুঃখ প্রকাশও করেছি।
ইস্যুটি নিয়ে আপনার আর কিছু বলার আছে?
এ বিষয়ে আমি আর জড়াতেও চাই না, আর কথাও বলতে চাই না। আমার জায়গা যতটা ক্লিয়ার করা দরকার ছিল, আমি করেছি। আমার কারও প্রতি কোনো ক্ষোভ বা কিছুই নেই। আমি এখন যে সিচুয়েশন দিয়ে যাচ্ছি এটি আমি ডিজার্ভ করি না। আমি কাজ নিয়ে বিজি থাকি, পড়াশোনা করি, কাজকে ভালোবাসি। এর বাইরে সময় পেলে সিনেমা দেখি আর ঘুমাই। শুরুর দিকে আমি হয়তো একটু এলোমেলো ছিলাম। তবে এখন সব গুছিয়ে নিয়েছি।