রাজধানীর আগারগাঁওয়ে বৃহস্পতিবার সকালে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আগারগাঁও সিগনালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদ বিন রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বাসের চালক জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। টাটা আল্ট্রা এসি মিনিবাসটি পোশাক কারখানার কর্মকর্তাদের পরিবহনে ব্যবহার হয়ে থাকে। ওই সময় চালক ও হেলপার ছাড়া বাসে কোনো যাত্রী ছিল না।
তিনি বলেন, আগারগাঁও সিগনালে বাসে ধোঁয়া দেখতে পাই। ইঞ্জিনের ঢাকনা খুললে সেখানে আগুন জ্বলতে দেখি। সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে পড়ি।